Solution
Correct Answer: Option B
১৯৭৫ সালে আবু জাফর শামসুদ্দীন 'অল্পদর্শী' ছদ্মনামে 'বৈহাসিকের পার্শ্বচিন্তা' নামে কলাম লেখেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস-
- পরিত্যক্ত স্বামী (১৯৪৭)
- মুক্তি (১৯৪৮)
- ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩)
- পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪)
- সংকর সংকীর্তন (১৯৮০)
- প্রপঞ্চ (১৯৮০)
- দেয়াল (১৯৮৫) ইত্যাদি।