নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন ?
A বরফ গলে পানি হওয়া
B তাপ দিয়ে মোম গলানো
C লোহায় মরিচা ধরা
D চিনি পানিতে দ্রবীভূত হওয়া
Solution
Correct Answer: Option C
-যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে নিজের সত্ত্বা হারিয়ে এক নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে ।
-যেমন - লোহার উপর মরিচা পড়া ,দুধ থেকে দই ইত্যাদি ।