Loading [MathJax]/extensions/tex2jax.js
 
একটি নির্বাচনে 6 জন প্রার্থী আছে। এই 6 জন প্রার্থীর 4 জন সদস্য নির্বাচন করতে হবে। একজন ভোটদাতার যতজন সদস্য নির্বাচন করতে হবে তার সমান বা তার চেয়ে কম প্রার্থীকে ভোট দিতে হবে। ভোটদাতা কত উপায়ে ভোট দিতে পারে?

A 48

B 52

C 56

D 72

Solution

Correct Answer: Option C

৬ জন প্রার্থী থেকে ১ জন নির্বাচন করার উপায় = ⁶C₁ = ৬
৬ জন প্রার্থী থেকে ২ জন নির্বাচন করার উপায় = ⁶C₂ = ১৫
৬ জন প্রার্থী থেকে ৩ জন নির্বাচন করার উপায় = ⁶C₃ = ২০
৬ জন প্রার্থী থেকে ৪ জন নির্বাচন করার উপায় = ⁶C₄ = ১৫

মোট উপায় = ৬ + ১৫ + ২০ + ১৫ = ৫৬

সুতরাং, একজন ভোটদাতা মোট ৫৬ উপায়ে ভোট দিতে পারবেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions