কোনটি মৌলিক পদার্থ ?

A    চিনি

B     নিয়ন

C    পানি

D    লবণ

Solution

Correct Answer: Option B

যে বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোন সরল বস্তুতে রূপান্তর করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে ।যেমন -হিলিয়াম , লোহা ,নিয়ন , তামা ইত্যাদি । অন্যদিকে যে বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোন সরল বস্তুতে রূপান্তর করা যায় তাকে যৌগিক পদার্থ বলে । যেমন - চিনি , লবণ ,পানি ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions