'ওঙ্কার' উপন্যাসের উপজীব্য কী?

A ৬৯ সালের গণঅভ্যুত্থানে বাঙালির জাগরণ

B ছয় দফার ফলে বাঙালির জাগরণ

C ৭০ সালের নির্বাচনের ফলে বাঙালির জাগরণ

D ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ

Solution

Correct Answer: Option A

- আহমদ ছফা রচিত উপন্যাস ‘ওঙ্কার’।

'ওঙ্কার' (১৯৭৫):
- এটি ৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতি উত্থানের এক মনোজ্ঞ রূপায়ণ।
- উপন্যাসের নায়ক আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে।
- আবু নসরের সাথে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে একধরনের ক্ষমতা লাভ করে।
- এ কাহিনীসূত্র ধরেই উপন্যাসের কাহিনী গতি লাভ করেছে।
- এখানে আইয়ুব খানের তথাকথিত সামরিক শাসনের সমালোচনা করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions