ধারণ করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবতী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
- ড. শহীদুল্লাহর মতে ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
- সুকুমার সেনের মতে ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলো ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে।