ড. সুকুমার সেনের মতে, চর্যাপদ রচিত হয়-

A ৯০০-১৩৫০ খ্রিস্টাব্দ

B ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ

C ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ

D ৮০০-১২০০ খ্রিস্টাব্দ

Solution

Correct Answer: Option A

ধারণ করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবতী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। 
- ড. শহীদুল্লাহর মতে ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত। 
- সুকুমার সেনের মতে ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত। 
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলো ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions