Solution
Correct Answer: Option C
আধুনিক বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ-
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধুবিয়োগ,
- প্রেম প্রবাহিণী,
- সারদামঙ্গল,
- নিসর্গ সঙ্গীত,
- সাধের আসন ইত্যাদি।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।