গল্পগ্রন্থ 'রকমারি' কে লিখেছেন?

A ড. মুহম্মদ শহীদুল্লাহ

B সৈয়দ আলী আহসান

C সৈয়দ শামসুল হক

D আলাউদ্দিন আল আজাদ

Solution

Correct Answer: Option A

ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ – ১৯৬৯)
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন একাধারে বহুভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক, ধর্মবেত্তা ও শিক্ষাবিদ। 
- তাঁকে 'জ্ঞানতাপস' অভিধায় অভিহিত করা হয়।
- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা বিতর্ক শুরু হলে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে জোরালো মত দেন। মধ্যজীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ভাষাতত্ত্বচর্চা বাদ দিয়ে ইসলাম চর্চা ও তা প্রসারে আত্মনিয়োগ করেছিলেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ১০ জুলাই, ১৮৮৫ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আকিকাকৃত নাম মুহম্মদ ইব্রাহিম। পরবর্তীতে তাঁর মা হুরুন্নেসা সে নাম পরিবর্তন করে রাখেন মুহম্মদ শহীদুল্লাহ্।

- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মর্তুজা বশীর (১৯৩২-২০২০) তার ছেলে।
- তিনি 'আঙুর' (১৯২০- শিশু পত্রিকা), 'দি পিস' (১৯২৩- ইংরেজি মাসিক পত্রিকা), 'বঙ্গভূমিক' (১৯৩৭- মাসিক সাহিত্য পত্রিকা), 'তকবীর' (১৯৪৭- পাক্ষিক পত্রিকা) পত্রিকা সম্পাদনা করতেন এবং 'আল এসলাম' (১৯১৫) পত্রিকার সহসম্পাদক ছিলেন।
- তিনি ১৯ জানুয়ারি, ১৯২৬ সালে ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা সভার সভাপতি ছিলেন।
- তিনি মোট ২৬টি ভাষা আয়ত্ত করেছিলেন, এর মধ্যে ১৮টি ভাষায় ছিল তার অগাধ পাণ্ডিত্য।
- তিনি ১ জুলাই, ১৯৬০ সালে 'পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান' প্রকল্পের সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগদান করেন এবং ১৯৬৩ সালে 'পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান' এর কাজ সম্পন্ন করেন।
- তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম 'ইমেরিটাস অধ্যাপক' পদ লাভ করেন।
- তিনি ১৩ জুলাই, ১৯৬৯ খ্রিষ্টাব্দে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। ঐ বছরই 'ঢাকা হল' এর নাম পরিবর্তন করে 'শহীদুল্লাহ হল' নাম রাখা হয়।

ড. মুহম্মদ শহীদুল্লাহর গবেষণামূলক গ্রন্থগুলোঃ
- 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (১৯৬৫),
- Buddhist Mystic Songs (১৯৬০): (এটি 'চর্যাপদ' বিষয়ক গবেষণা গ্রন্থ)।
- 'সিদ্ধা কানুপার গীত ও দোহা' (১৯২৬),
- 'ভাষা ও সাহিত্য' (১৯৩১),
- 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫),
- 'বাংলা ব্যাকরণ' (১৯৫৮),
- 'বৌদ্ধ মর্মবাদীর গান' (১৯৬০),
- 'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)।

তার সাহিত্যকর্ম সমূহঃ
প্রবন্ধ:
- 'ইকবাল' (১৯৪৫),
- 'Essays on Islam' (১৯৪৫),
- 'আমাদের সমস্যা' (১৯৪৯),
- 'বাংলা আদব কি তারিখ' (১৯৫৭),
- 'Traditional Culture in East Pakistan' (১৯৬৩ সালে তিনি এটি মুহম্মদ আবদুল হাই সহযোগে রচনা করেন)।

অনুবাদ গ্রন্থ:
- 'দীওয়ানে হাফিজ' (১৯৩৮),
- 'মহানবী' (১৯৪০),
- 'অমিয়শতক' (১৯৪০),
- 'বাণী শিকওয়াহ' (১৯৪২),
- 'জওয়াব-ই-শিকওয়াহ' (১৯৪২),
- 'রুবাইয়াত-ই- ওমর খ্যায়াম' (১৯৪২),
- 'বাইঅতনামা' (১৯৪৮),
- 'বিদ্যাপতি শতক' (১৯৫৪),
- 'কুরআন প্রসঙ্গ' (১৯৬২),
- 'মহররম শরীফ' (১৯৬২),
- 'অমর কাব্য' (১৯৬৩),
- 'ইসলাম প্রসঙ্গ' (১৯৬৩)।

সম্পাদিত গ্রন্থ:
- 'পদ্মাবতী' (১৯৫০),
- 'প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী' (১৯৫২)।

- গল্পগ্রন্থ: রকমারি (১৯৩১)

বিখ্যাত উক্তি:
১) 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোন আদর্শের কথা নয়, এটি বাস্তব কথা।'
২) 'যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে গুণীজন জন্মাতে পারে না।'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions