কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত-

A অপকর্ষ

B উৎকর্ষ

C অপ্রতুল

D মৌনতা

Solution

Correct Answer: Option D

মৌনতা শব্দটিতে "তা" প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
শুদ্ধ প্রয়োগ: মৌন।

এরূপ কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
• অধৈর্যতা - অধৈর্য, ধীরতা।
• আলস্যতা - আলস্য, অলসতা।
• ঐক্যতা - ঐক্য, একতা।
• দৈন্যতা - দৈন্য, দীনতা।
• মৈত্রতা- মৈত্র/মিত্রতা।
• বৈশিষ্টতা- বৈশিষ্ট্য/বিশিষ্টিতা।
• কার্পণ্যতা - কার্পন্য, কৃপণতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions