উদ্ভিদের পুষ্টির প্রক্রিয়ায় প্রয়োজনীয় মাইক্রোমৌল কোনটি?
Solution
Correct Answer: Option A
✔উদ্ভিদের ম্যাক্রোমৌল বা মুখ্য পুষ্টি উপাদান ১০টি।যথাঃনাইট্রোজেন,পটাশিয়াম,ক্যালসিয়াম,লৌহ,ম্যাগনেশিয়াম,কার্বন,হাইড্রোজেন,অক্সিজেন,ফসফরাস ও সালফার।
✔উদ্ভিদের মাইক্রোমৌল বা গৌণ পুষ্টি উপাদান ৬টি।যথাঃদস্তা,ম্যাঙ্গানিজ,মলিবডেনাম,বোরন,তামা এবং ক্লোরিন।