A একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
B একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
C একটি নিউক্লিয়াস ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি হয়
D একাধিক পরমাণু ভেঙ্গে একাধিক পরমাণু গঠিত হয়
Solution
Correct Answer: Option B
• কোন ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করে বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করাকে ফিশন বিক্রিয়া বলে।
• অপর দিকে, ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসকে একত্রিত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত করাকে ফিউশন বিক্রিয়া বলে।