Solution
Correct Answer: Option B
✔ জার্মান রসায়নবিদ ফ্রেডরিশ ভোলার ১৮২৮ সালে প্রথম অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ ইউরিয়া সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কার করে।
✔ ইউরিয়া একটি জৈব সার যার রাসায়নিক সংকেত (NH2)2CO.
✔ ইউরিয়া কঠিন, বর্ণহীন ,গন্ধহীন, ক্ষারধর্মী নয় ,অম্লধর্মীও নয় ,পানিতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত।