ফিউশন প্রকিয়ায়--  

A    একটি পরমানু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে

B    একাধিক পরমানু যুক্ত নতুন পরমানু গঠন করে

C    ভারী পরমানু ভেঙ্গে দুটি পরমানু গঠিত করে

D    একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি করে

Solution

Correct Answer: Option B

-নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হলে তাকে নিউক্লিয়ার ফিশন বলা হয় ।
-আবার ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসও তৈরি হতে পারে ।
-একে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions