সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি?

A মিথেন

B ইথেন

C প্রোপেন

D বিউটেন

Solution

Correct Answer: Option D

-বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন।
-কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ।
-বিউটেনের রাসায়নিক সংকেত C₄H₁₀ ।
-বিউটেনের দুটি আইসোমার বা সমাণু আছে।
n-বিউটেন এবং আইসো বিউটেন।
-আইসো বিউটেনের আরেকটি নাম মিথাইল প্রোপেন।
-এটি মূলত জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions