কোন পরামানুর ভর সংখ্যা হচ্ছে-
A প্রোটনের সংখ্যা
B নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমান
C নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমান
D নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা
Solution
Correct Answer: Option B
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে। অর্থাৎ,
ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা।