পারমাণবিক ওজন কোনটির সমান ?

 

A ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান

B প্রোটনের ওজনের সমান

C নিউট্রন ও প্রোটনের ওজনের সমান

D প্রোটন ও ইলেকট্রনের ওজনের সমান

Solution

Correct Answer: Option C

নিউট্রন এর পারমানবিক ওজন হলো ১.৬৭২৬১৪ X ১০−২৪ গ্রাম
 প্রোটনের এর পারমানবিক ওজন হলো ১.৬৭২৬১৪ X ১০−২৪ গ্রাম,
 যা ইলেকট্রনের ভরের তুলনায় ১৮৩৬.১২ গুণ বেশি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions