আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
A ভরসংখ্যা সমান থাকে
B নিউট্রন সংখ্যা একই থাকে
C প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
D প্রোটন সংখ্যা সমান থাকে
Solution
Correct Answer: Option D
⇒ আইসোটোপ (Isotope) হলো একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণু।
⇒ আইসোটোপের মূল বৈশিষ্ট্য হলো এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা (পারমাণবিক সংখ্যা) সর্বদা সমান থাকে।
⇒ কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভরসংখ্যা (Mass Number) আলাদা হয়।
⇒ উদাহরণস্বরূপ: হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে (প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম)—সবারই প্রোটন ১টি, কিন্তু নিউট্রন সংখ্যা যথাক্রমে ০, ১ ও ২।