নগেন্দ্রনাথ- কোন উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র?
Solution
Correct Answer: Option A
• নগেন্দ্রনাথ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বিষবৃক্ষ' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র।
•এটি একটি সামাজিক উপন্যাস যা ১৮৭৩ সালে প্রকাশিত হয়।
• এই উপন্যাসের অন্যান্য চরিত্র- কুন্দনন্দিন ,সূর্যমুখী, হীরা ইত্যাদি।