Solution
Correct Answer: Option B
ক্ষারকীয় অক্সাইড (Basic Oxide) সাধারণত ধাতুর মৌলগুলি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে সকল অক্সাইড উৎপন্ন করে, সেগুলিকেই ক্ষারকীয় অক্সাইড বলে। এই জাতীয় অক্সাইড এ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। MgO (ম্যাগনেসিয়াম অক্সাইড) একটি ক্ষারকীয় অক্সাইড।