অ্যাকোয়া রেজিয়া বলতে বুঝায়-   

A    কনসেনট্রেটেড সালফিউরিক এসিড

B    কনসেনট্রেটেড নাইট্রিক এসিড

C    কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রন

D    কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন

Solution

Correct Answer: Option D

 

অ্যাকোয়া রেজিয়া(Aqua Regia) : এটা একটা রসায়নের শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে রাজ অম্ল এবং ইংরেজীতে এটাকে "Kings water" "Royal water" বলা হয়ে থাকে। গাঢ় HNO3 ও Hcl এসিডের ১:৩ অনুপাতের মিশ্রনকে রাজ অম্ল বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions