Solution
Correct Answer: Option B
⇒ র্যাডন (Radon) হলো পর্যায় সারণির ১৮ নম্বর গ্রুপের একটি নিষ্ক্রিয় গ্যাস (Noble Gas), যার প্রতীক Rn এবং পারমাণবিক সংখ্যা ৮৬।
⇒ প্রকৃতিতে পাওয়া গ্যাসগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভারী। এর পারমাণবিক ভর প্রায় ২২২।
⇒ এটি মূলত রেডিয়ামের তেজস্ক্রিয় ভাঙন থেকে উৎপন্ন হয়।
⇒ এটি বর্ণহীন ও গন্ধহীন হলেও এটি একটি তেজস্ক্রিয় বা রেডিও-অ্যাক্টিভ গ্যাস, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।