দেয়াশলাই বাক্সের দুধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে-

 

A কাচচূর্ণ মিশ্রিত ফসফরাস

B গ্রাফাইট

C গন্ধক

D হীরক

Solution

Correct Answer: Option A

-দিয়াশলাই বক্সের ঘর্ষণকারি পার্শ্ব দুটি ২৫% বিচুর্ণ কাচ,৫০% লোহিত ফফরাস,৫% প্রশমনকারি,
 ৪% কার্বন ব্লাক, ১৬% বাইন্ডার(গাম) দিয়ে তৈরি করা হয়। 
-দিয়াশলাইয়ের কাঠির মাথাটি ৪৪-৫৫% পটাসিয়াম ক্লোরেট,সামান্য সালফার, স্টার্চ ও প্রশমনকারি 
(ZnO or CaCO3) দিয়ে তৈরি করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions