ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি ?
A হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
B হাইড্রোজেন ও অক্সিজেন
C হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড
D হাইড্রোজেন ও নাইট্রোজেন
Solution
Correct Answer: Option A
ওয়াটার গ্যাস হল কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস (H2) -এর সংমিশ্রণে প্রস্তুত একটি দাহ্য জ্বালানী। বাষ্পের মধ্যে উচ্চ উষ্ণতার হাইড্রোকার্বনের উপস্থিতিতে ওয়াটার গ্যাস প্রস্তুত করা হয়। বাষ্প এবং হাইড্রোকার্বনের মধ্যে বিক্রিয়ার ফলে সংশ্লেষক গ্যাস উৎপন্ন হয়।