Solution
Correct Answer: Option C
- হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী এক গুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়।
- এগুলো আধুনিক পর্যায় সারণীতে ১৭শ শ্রেণীর অন্তর্ভুক্ত।
- যে পাঁচটি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসেবে চিহ্নিত সেগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন ।
- আয়োডিন একটি রাসায়নিক মৌল যার রাসায়নিক চিহ্ন I এবং এর পারমাণবিক সংখ্যা ৫৩।