Solution
Correct Answer: Option C
অম্লবৃষ্টি (Acid Rain) স্বাভাবিক অম্লতার (pH ৫.৬) চেয়ে বেশি অম্লতাযুক্ত (৪.৫ হতে ২.১) বৃষ্টিপাত। পরিশোধিত (Distilled) পানির pH ৭। আর বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইডের (CO2) কারণে স্বাভাবিক বৃষ্টিও কিছু অম্ল হয়ে থাকে (pH ৫.৬)। আবহমন্ডলে সালফার ডাইঅক্সাইড (SO2) ও নাইট্রোজেনের নানা অক্সাইড এর উপস্থিতি অম্লবৃষ্টির কারণ। জীবাশ্ম জ্বালানি, যেমন পর্যাপ্ত গন্ধকসম্পৃক্ত কয়লা পোড়ানোর ফলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর নাইট্রোজেন অক্সাইডের উৎস কল-কারখানা ও মোটরযান থেকে নির্গত ধোঁয়া। অম্লবৃষ্টি আজ বিশ্বের অন্যতম প্রধান পরিবেশ সমস্যা।