হ্যালোজেন মৌলসমুহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কয়টি?
Solution
Correct Answer: Option C
- হ্যালোজেন হল পর্যায় সারণীতে থাকা একটি গোষ্ঠী যা পাঁচ বা ছয়টি রাসায়নিকভাবে সম্পর্কিত মৌল দ্বারা গঠিত হয়: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন (I), এবং অ্যাস্টাটাইন।
- হ্যালোজেনের বহিঃস্থ কক্ষে 7টি ইলেকট্রন থাকে ।