Solution
Correct Answer: Option C
● গীতিকা হলো আখ্যানধর্মী লোকসাহিত্য। প্রাচীনকালে ইউরোপে নাচের সাথে যে কবিতা গীত হতো, তাকেই গীতিকা বলা হতো। বাংলাদেশে তিন ধরনের গীতিকা বিদ্যমান। যথা:
- নাথ গীতিকা,
- মৈমনসিংহ গীতিকা ও
- পূর্ববঙ্গ গীতিকা।
নেত্রকোনা জেলার আইথর/রাঘবপুর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দের সহযোগিতায় ড. দীনেশচন্দ্র সেন নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল থেকে গীতিকাগুলো সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে ১৯২৬ সালে 'পূর্ববঙ্গ গীতিকা' নামে তিন খণ্ডে প্রকাশ করেন। 'পূর্ববঙ্গ গীতিকা'য় অন্তর্ভুক্ত ধোপার হাট, মইষাল বন্ধু, কমলা রাণীর গান, দেওয়ান ঈশা খাঁ, ভেলুয়া, আয়না বিবি ও গোপিনী কীর্তন প্রভৃতি পালাগান চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।