Correct Answer: Option A
- সোডিয়াম একটি মৌল বা মৌলিক পদার্থ।
- ১৮০৭ খ্রিস্টাব্দে স্যার হ্যামফ্রে ডেভি এটি আবিষ্কার করেন।
- কাপড় কাঁচার সোডা এবং খাওয়ার লবণে সোডিয়াম আছে।
- সোডিয়াম একটি ক্ষারীয় ধাতু হিসাবে পরিগণিত।
- সোডিয়ামের প্রতীক Na এবং পারমাণবিক সংখ্যা ১১।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions