কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে ?
A পটাসিয়াম
B ক্যালসিয়াম
C সোডিয়াম
D ম্যাগনেসিয়াম
Solution
Correct Answer: Option C
- পটাসিয়ামকে পোড়ালে বেগুনী বর্ণ হয়।
- তামা পোড়ালে গাঢ সবুজ বর্ণ হয় ।
- ক্যালসিয়াম পোড়ালে লাল বর্ণ (ইটের ন্যায়) হয় ।