বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা-

 

A সার হিসেবে ব্যবহার করা হয়

B হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হয়

C জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়

D কোন কাজে লাগে না

Solution

Correct Answer: Option A

স্লারি হল জল এবং সারের সমান মিশ্রণ যা আধা-তরল দেখায়। এটি বায়োগ্যাস ব্যবহারের পর বায়োগ্যাস প্লান্টের একটি উপজাত। এতে নাইট্রোজেন ও ফসফরাস উপাদান বেশি থাকে। বায়োগ্যাসের পরে যে স্লারি থাকে তা নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions