কোন পত্রিকাটি মুক্তিফৌজের মুখপত্র ছিল?
A অগ্রদূত
B দাবানল
C মুক্তবাংলা
D জাগ্রত বাংলা
Solution
Correct Answer: Option D
সাপ্তাহিক জাগ্রত বাংলা ছিল মুক্তিফৌজের মুখপত্র। ময়মনসিংহ জেলা ও উত্তর ঢাকার আযাদনগর থেকে এটি প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন বাঞালি (ছদ্মনাম)। সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন- হাফিজ উদ্দীন আহমদ।