ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?

A অ্যাসকরবিক এসিড

B ম্যালিক এসিড

C ফরমিক এসিড

D সাইট্রিক এসিড

Solution

Correct Answer: Option A

- ভিটামিন-সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড।
- সবুজ শাক-সবজি ও ফল যেমন- বাঁধাকপি, ফুলকপি, পালং শাক ইত্যাদিতে ভিটামিন-সি পাওয়া যায়।
- সাইট্রাস জাতীয় ফল যেমন- লেবু, কমলালেবু, মাল্টা, জাম্বুরায় প্রচুর ভিটামিন-সি পাওয়া যায়।
- টক জাতীয় ফল যেমন- আমলকি, আনারস, আমড়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions