Solution
Correct Answer: Option B
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো চর্বি বা তেল, যা হতে পারে প্রাণীজ চর্বি (যেমন: গ্রিজ) অথবা উদ্ভিদজাত তেল (যেমন: নারিকেল তেল, সয়াবিন তেল)। সাবানের রসায়ন প্রক্রিয়ায় (যাকে সোপানিফিকেশন বলা হয়) এই চর্বি বা তেলগুলিকে ক্ষারীয় যৌগ (সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালিয়াম হাইড্রোক্সাইড) এর সাথে বিক্রিয়া করিয়ে সাবান ও গ্লিসারিন তৈরি করা হয়।