জীব সংরক্ষন ও পচন নিবারনের জন্য ব্যবহৃত হয়-

 

A সাবান

B ডিটারজেন্ট

C গ্লিসারিন

D ফর্মালিন

Solution

Correct Answer: Option D

মিথান্যাল বা ফরম্যালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। তাই জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions