Solution
Correct Answer: Option A
রূপান্তরিত শিলা হচ্ছে পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ, যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী। রূপান্তরিত শিলা পৃথিবীর ভূত্বকের একটি বড় অংশ তথা ১২% গঠন করে। প্রোটোলিথ, রাসায়নিক এবং খনিজ রূপ এবং গঠনবিন্যাস অনুসারে রূপান্তরিত শিলাকে শ্রেণিবদ্ধ করা হয়। রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হল জিনেস, গ্রাফাইট, স্লেট, মার্বেল, শিস্ট এবং কোয়ার্টজাইট ইত্যাদি।