গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালে ১২ অক্টোবর উত্থাপিত হয়। এরপর ৪ নভেম্বর, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহিত হয়। এজন্য ৪ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ বলা হয়।
✔ সংবিধান কার্যকর বা প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
✔ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন।
✔ হস্তলিখিত সংবিধানের মূল লেখক শিল্পী আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
✔ সংবিধানে প্রথম স্বাক্ষর করেন - সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✔ সুরঞ্জিত সেনগুপ্ত হস্তলিখিত সংবিধান প্রণয়ন কমিটির থাকা সত্তেও স্বাক্ষর করেননি।
✔ হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।