চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্ট করে দেখা যাবে না ?
A মাইওপিয়া
B চালশে
C ক্ষিন দৃষ্টি
D বিষম দৃষ্টি
Solution
Correct Answer: Option D
বিষমদৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম হলো একধরনের দৃষ্টিত্রুটি যেখানে কর্নিয়া বা লেন্সের বক্রতায় গড়মিল থাকে, যার ফলে যে-কোনো দূরত্বে বিকৃত বা ঝাপসা দৃষ্টি হয়। অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে চোখে টান অনুভব, মাথাব্যথা ও রাতে গাড়ি চালাতে সমস্যা হওয়া।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions