চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে ?
A অ্যাকুয়াম হিউমার
B পিউপিল
C কর্নিয়া
D রেটিনা
Solution
Correct Answer: Option D
-চোখের আলোক সংবেদী অংশের নাম রেটিনা।। তাই রেটিনার উপর আলো পড়লে তা তড়িৎ সংকেতে পরিণত করে মস্তিষ্কে প্রেরণ করে। -কোনো বস্তু থেকে আলোক রশ্মি চোখের লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে রেটনায় বিম্ব গঠন করে। -রেটিনার বিম্বটি হয় সদ ,উল্টো ও খর্বিত ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions