Solution
Correct Answer: Option C
মানুষের চোখের লেন্স একটি স্বচ্ছ, স্থিতিস্থাপক এবং দ্বি-উত্তল (biconvex) গঠনবিশিষ্ট। এর মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু। এই আকৃতির কারণে এটি আলোক রশ্মিকে প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর সঠিকভাবে কেন্দ্রীভূত করতে সাহায্য করে।