(2, 3) বিন্দুগামী এবং 4 ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় কর।

A 2x = 5y - 1

B y = 4x - 5

C 5y = 4x - 3

D x = 4y - 5

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
y - y₁ = m(x - x₁)

এখানে, (x₁, y₁) হলো সেই বিন্দু যার মধ্য দিয়ে সরলরেখাটি যায়, এবং m হলো সরলরেখাটির ঢাল।

এই ক্ষেত্রে, বিন্দুটি হলো (2, 3) এবং ঢাল হলো 4।

সুতরাং,
y - 3 = 4(x - 2)
⇒ y - 3 = 4x - 8
⇒ y = 4x - 8 + 3
⇒ y = 4x - 5

সুতরাং, (2, 3) বিন্দুগামী এবং 4 ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ হলো y = 4x - 5।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions