Solution
Correct Answer: Option A
- তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান।
- খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'য' হয় না।
- যেমন: দেশি, জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সম্ভাষণসূচক শব্দে এ -কারের পর মূর্ধন্য -ষ হয় । যেমন -কল্যাণীয়েষু , প্রিয়বরেষু