Solution
Correct Answer: Option D
- ফিতা কৃমি (Tapeworm) হল একটি অন্তঃপরজীবী প্রাণী।
- কারণ এটি মানবদেহ বা অন্যান্য প্রাণীর অন্ত্রের মধ্যে বাস করে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে।
- ফিতা কৃমি নিজেদের শরীরে কোনো পাচনতন্ত্র বা মুখ তৈরি করে না, বরং তারা তাদের পুষ্টি পরিবেশের দেহ থেকে শোষণ করে নেয়।
- এরা সাধারণত মানুষের শরীরে থাকে এবং তার খাবারের পুষ্টি শোষণ করে জীবন ধারণ করে, ফলে এটি অন্তঃপরজীবী বলে চিহ্নিত হয়।