স্ত্রী কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায় ?
Solution
Correct Answer: Option C
- ফাইলেরিয়া বা গোদ রোগ স্ত্রী কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায়।
- এই মশা 'উচেরেরিয়া ব্যানক্রফটি' নামক পরজীবী কৃমির জীবাণু বহন করে।
- মশার কামড়ের মাধ্যমে এই জীবাণু মানবদেহে প্রবেশ করে লসিকা নালীকে ব্লক করে দেয়।
- এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে পা ফুলে যায়, যাকে গোদ রোগ বলা হয়।