ব্যাঙ্গের কশেরুকার সংখ্যা কয়টি ?
Correct Answer: Option B
ব্যাঙের করোটির পেছন থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটি মেরুদণ্ড বিস্তৃত। মেরুদণ্ডের প্রতিটি অস্থিকে কশেরুকা বলে। ব্যাঙের মেরুদণ্ড নয়টি কশেরুকা ও ইউরোস্টাইল নামক একটি লম্বা হাড় নিয়ে গঠিত।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions