এইডস (AIDS) একটি--

A    ব্যাকটেরিয়াঘটিত রোগ

B    ভাইরাসঘটিত রোগ

C    প্রোটোজোয়াঘটিত রোগ

D    ফাঙ্গাসঘটিত রোগ  

Solution

Correct Answer: Option B

এইডস(HIV/AIDS) (ইংরেজি: AIDS পূর্ণ রূপ: Acquired Immuno Deficiency Syndrome) হচ্ছে এইচ.আই.ভি. (HIV) human immunodeficiency virus)নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি ব্যাধি, যা মানুষের শরীরের রোগ-প্রতিরোধের ক্ষমতা হ্রাস করে দেয়।

• কয়েকটি ভাইরাস জনিত রোগঃ
- জন্ডিস,
- হার্পিস,
- মাম্পস,
- ইনফ্লুয়েঞ্জা,
- বার্ড ফ্লু,
- সোয়াইন ফ্লু,
- পোলিও,
- এইডস,
- হাম,
- নিপাহ,
- ডেঙ্গু জ্বর,
- ইবোলা,
- জিকা জ্বর,
- জলাতঙ্ক,
- গুটি বসন্ত,
- জল বসন্ত ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions