বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?

A ১৪ টি

B ২৭ টি

C ৬২ টি

D ৬৭ টি

Solution

Correct Answer: Option D

» সূর্য থেকে এটির গড় দূরত্ব— ৭৭.৮ কোটি কিলোমিটার।
» বৃহস্পতি গ্রহের ব্যাস— ১৩৯,৮২২ কিলোমিটার। 
» সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় লাগে— ৪,৩৩১ দিন (১২ বছর)। আয়তন— পৃথিবীর প্রায় ১৩০০ গুণ। 
» সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ— বৃহস্পতি (গ্রহরাজ)।
» বৃহস্পতির উপগ্রহের সংখ্যা— ৬৭টি(সাধারণ বিজ্ঞান-অষ্টম শ্রেণী)।
-  তবে নাসার ওয়েবসাইট অনুসারে— ৮০টি। 
» বায়ুমণ্ডল তৈরী— হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে। 
» নিজ অক্ষে এক বার আবর্তনে সময় লাগে— ৯ ঘণ্টা ৫৩ মিনিট। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions