নিউক্লিয়াস ফিশনযোগ্য- এটি কে প্রমাণ করেন?

A  ওয়াটসন ও ক্রিক 

B   নিউটন ও গ্যালিলিও

C    ওটো হান ও স্ট্রেসম্যান  

D আইনস্টাইন ও স্টিফেন হকিং 

Solution

Correct Answer: Option C

- ১৯৩৮ সালে ওটো হান ও স্ট্রেসম্যান প্রমাণ করেন যে, নিউক্লিয়াস ফিশনযোগ্য।
- ফিশনের ফলে একটি বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস ভেঙ্গে প্রায় সমান ভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর শক্তি উৎপাদিত হয়।
- এই তত্ত্ব প্রয়োগ করে নিউক্লিয় বোমা ও নিউক্লিয় চুল্লীর উদ্ভাবন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions