পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?

A রাসায়নিক বিবর্তন

B জৈব বিবর্তন

C বিবর্তন

D প্রাকৃতিক বিবর্তন

Solution

Correct Answer: Option C

- বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রমপরিবর্তনকে বুঝায়।
- কোনো জীবের বংশধরদের মাঝে যে জিনরাশি ছড়িয়ে পড়ে তারাই বংশপ্রবাহে বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করে।
- সেই হিসেবে, পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বিবর্তন বলা যায়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions