সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ-
A বৃহস্পতি
B পৃথিবী
C শনি
D বুধ
Solution
Correct Answer: Option C
-সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি।
-এ গ্রহের উপগ্রহ ৬২টি (সূত্র:মাধ্যমিক ভূগোল)।
-এর চতুর্দিকে তিনটি বলয় গ্রহটিকে বেষ্টন করে রয়েছে।
-এর ব্যাস ১২০০০০ কিলোমিটার।
-সূর্য থেকে ১৪৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।
-একবার সূর্য কে প্রদক্ষিণ করতে সময় লাগে ২৯.৫ বছর।