Solution
Correct Answer: Option B
Recognise (Verb) – চিনতে পারা, পরিচয় স্বীকার করা, স্বীকার করে নেওয়া; Recognition (Noun) – স্বীকৃতি; Recognisable (Adjective) – চেনা যায় এমন, চেনার মতো, পরিচয়যোগ্য, স্বীকার করার যোগ্য; Recognising (Verb) – স্বীকার করা, চেনা, চিনা, চিনিতে পারা, উপলব্ধি করা, ঠাহর করা।